Business is booming.

মা হতে যাচ্ছেন আমব্রিন

কারেন্টনিউজ ডটকম ডটবিডি

মডেল-অভিনেত্রী ও উপস্থাপক আমব্রিনের ঘরে আসছে নতুন অতিথি। মা হতে যাচ্ছেন তিনি। এই সুখবর জানিয়েছেন তিনি নিজেই। আমব্রিন বলেন, ‘মে মাসে বেবি শাওয়ার অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে আমার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

গত বছরের ৪ নভেম্বর আমব্রিন বিয়ে করেন। তার বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরী। কানাডার টরন্টোর একটি কোম্পানিতে চাকরি করছেন তিনি। কানাডায় পারিবারিকভাবে তৌসিফ-আমব্রিনের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর এখনো দেশে ফিরেননি আমব্রিন। কানাডায় সুন্দর সময় পার করছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন জীবন আমার কাছে সবসময় রঙিন লাগছে। খুব ভালো আছি এখানে।’

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করে জনপ্রিয়তা পান তিনি।

Loading...
You might also like