Business is booming.

রণবীরই প্রেমিক, অবশেষে স্বীকার করলেন দীপিকা

(প্রিয়.কম) দীপিকা পাড়ুকোনরণবীর সিংয়ের প্রেমের গুঞ্জন বেশ জোরেশোরেই চলেছে বলিউডে। বিভিন্ন সময়ে নানা স্থানে এ তারকা জুটিকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে।

চলতি বছরে মুক্তি পাওয়া আলোচিত ‘পদ্মাবত’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন দীপিকা ও রণবীর। এরপর থেকে যেন তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়ে উঠে। প্রেমের সম্পর্ক নিয়ে রণবীর সিং বিভিন্ন সময়ে নানা রকমের ইঙ্গিত প্রকাশ করেলেও দীপিকা মুখ খোলেননি মোটেও।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জাননো হয়, সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের এক সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সেই সাক্ষাৎকারে দীপিকা এই প্রথম অকপটে রণবীর সিংকে তার প্রেমিক হিসেবে স্বীকার করেন।

শুধু তাই নয়, দীপিকার প্রতি রণবীর সিং বেশ যত্নশীল বলেও জানান এ অভিনেত্রী।

ওই সাক্ষাৎকারে দীপিকা আরও জানান, তার মতে রণবীর সিং অনেক সৎ। তাই পুরো দুনিয়া এলোমেলো হয়ে গেলেও রণবীরের প্রতি তার মুগ্ধতা সবসময় একই রকমই থাকবে।

খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ তারাকারা, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে।

প্রিয় বিনোদন/শান্ত 

Loading...
You might also like