Business is booming.

দমদমে ছাত্র পিটিয়ে গ্রেফতার শিক্ষিকা

স্টাফ রিপোর্টার, বারাকপুর: ছাত্র পিটিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন এক গৃহশিক্ষিকা৷ ধৃতের নাম শুভ্রা পোদ্দার৷

রবিবার সকালে দমদম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে৷ তাঁর বিরুদ্ধে নাবালক ছাত্রকে ভয় দেখানো ও মারধরের অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযোগকারীর পরিবার জানায়, ঘটনার তিনদিন পর এই গ্রেফতারি৷ কার্যত চাপের মুখে পুলিশ এই শিক্ষিকাকে গ্রেফতার করল৷

দমদমের সেন্ট স্টিফেন্স স্কুলের ওই ছাত্রের পরিবারের অভিযোগ, গত ২৬ এপ্রিল রাতের ঘটনা৷ শুভ্রা পোদ্দারের কাছে প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল ওই ছাত্র৷ একটি খাতা নিতে ভুলে গিয়েছিল সে৷ সেই ‘অপরাধে’ শিক্ষিকা বেত দিয়ে বেধড়ক মারে ওই ছাত্রকে৷ সারা শরীরে লাল দাগ হয়ে যায়৷

এরপরই পুলিশের দ্বারস্থ হয় ওই ছাত্রর পরিবার৷ অভিযোগ, নানা টালবাহানা করে অভিযুক্ত শিক্ষিকাকে ধরছিল না পুলিশ৷ তিন দিন কেটে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ না করায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে দমদম থানায় ধরনায় বসার হুমকি দেন ওই ছাত্রর বাবা৷ এরপরই পুলিশ অভিযুক্ত শুভ্রাকে গ্রেফতার করে ঘুঘুডাঙা ফাঁড়িতে নিয়ে যায়৷ প্রহৃত ছাত্রের বাবা জানিয়েছেন, এখন তাঁর ছেলে অনেকটাই স্থিতিশীল৷ তবে শরীরে যন্ত্রণা রয়েছে৷

©Kolkata24x7 এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘নকল’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
—-

—-

Loading...
You might also like