Business is booming.

বাইক সওয়ারিতে গিয়ে গুরুতর আহত যুবক

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার, হাওড়া: বাইক সওয়ারিতে গিয়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের শলপ এলাকায়৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন যুবক বাইক সওয়ারিতে গিয়েছিল৷ বেলাগাম গতিতে স্থানীয় নিবড়া ব্রিজে ওঠার সময় দুর্ঘটনাটি ঘটে৷ বাইক ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারলে এক যুবক ছিটকে ব্রিজ থেকে নিচে পড়ে যায়৷

গুরুতর জখম অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনাস্থল থেকে বাকি দুই যুবক পালিয়ে যায়৷ জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক৷ এখনও তার পরিচয় জানা যায়নি৷

পুলিশের দাবি, বাইকের স্টান্টবাজি বা কেরামতি দেখাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেনি৷ তিন যুবক মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল৷ তাতেই ঘটে এই দুর্ঘটনা৷ বাকি দুই যুবকের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা কমাতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্প চালু করেছেন৷ মোটরবাইক আরোহীদের হেলমেট পরে গাড়ি চালানো বাধ্যতামূলক ঘোষণা করেছেন৷ কিন্তু তার পরেও মানুষ যে সচেতন হচ্ছে না এই ঘটনা তা ফের প্রমাণ করল৷

©Kolkata24x7 এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘নকল’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
—-

—-

Loading...
You might also like