Business is booming.

সন্ধান পাওয়া গেল সেই তরুণীর!

কারেন্টনিউজ ডটকম ডটবিডি

চলছিলো খেলা। আর চলমান ম্যাচের ফাঁকে সকলের দৃষ্টি কেড়ে নিয়েছিলো গ্যালরিতে বসে থাকা এক সুন্দরী। তাকে দেখা যাচ্ছিল বিষণ্ণ মনে বসে আছেন। কারণ তার প্রিয় দল হারছে।

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার (২৮ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেছে চেন্নাই সুপার কিংস।

ধোনিরা হারের যত কাছে পৌঁছেছেন, ততই যেন মুখের রং বিবর্ণ হয়েছে সুন্দরীর। চোখের কোণে জমেছে অশ্রুর জলছাপ।

খেলা শেষ হলেও ইন্টারনেটের দুনিয়ার আলোচনার কমতি নেই ওই রহস্যময়ী তরুণীকে ঘিরে। অনেকেই কৌতুহল প্রকাশ করে জানতে চেয়েছেন কে এই রহস্যময়ী?

তিনি কি নিছকই একজন সমর্থক? নাকি তার অন্য কোনও সম্পর্ক রয়েছে চেন্নাই সুপার কিংস এর?

অবশেষে প্রকাশ্যে এসেছে তরুণীর পরিচয়। জানা গিয়েছে, তার নাম মালতী চাহার। তিনি চেন্নাইয়ের ওপেনিং বোলার দীপক চাহারের বোন। পাশাপাশি তিনি মহেন্দ্র সিংহ ধোনির একজন বিরাট ফ্যানও বটে।

কেবল দীপক নন, মালতীর দুই সহোদরই কিন্তু আইপিএলে রয়েছেন। দীপক চেন্নাইয়ের হয়ে নতুন বলে বোলিং শুরু করছেন। আর মুম্বাইয়ের হয়ে খেলছেন অন্যজন। রাহুল চাহার। তিনি অবশ্য লেগস্পিনার।

গত বছর পুনে ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুণ খেলেছিলেন দু’জনেই। এ বছর অবশ্য দুই ভাই দুই দলে। দীপক সুযোগ পেলেও, রাহুল এখনও মুম্বাইয়ের হয়ে মাঠে নামেননি।

দীপক এবারের মৌসুমে দারুণ খেলছেন। ধোনিও তার খেলার প্রশংসা করেছেন। যদিও গত ম্যাচটি তার ভাল যায়নি। ১৩ বল করার পরে চোট পেয়ে তাকে ফিরে যেতে হয় স্টেডিয়ামে। দলও হেরে যায়।

আর গ্যালারিতে বসে সেই ম্যাচ দেখতে দেখতে বিষণ্ণ হন বোন মালতী। তার সেই আবেগঘন দৃষ্টি ক্যামেরার সৌজন্যে হয়ে যায় ভাইরাল।

Loading...
You might also like