Business is booming.

Viral Video-তে ধোনি-কন্যার নাচ দেখলে চোখ ফেরাতে পারবেন না

পুনে: সোহাগ চাঁদ বদনী ‘জিভা’ নাচো তো দেখি! হ্যাঁ ধোনি কন্যা জিভার ডান্স স্টেপ দেখে সোশাল মিডিয়ায় নেটিজেন এখন এই কমেন্টই করছে৷ ভাইরাল হওয়া এক দৃশ্যে সিএসকে’র থিম সঙের তালে তালে গুটি গুটি পায়ে পা মিলিয়েছে জিভা৷ সেই ভিডিও দেখে অনেকেই লিখছেন জিভাই ধোনির চেন্নাই দলের সবচেয়ে কিউটেস্ট চিয়ারলিডার৷

কখনও কোমড় দুলিয়ে কখনও আবার দু’পা মাটিতে ঠুকে, হাত-পা ছুঁড়ে একেবারে মনের আনন্দে নেচে তাক লাগিয়ে দিয়েছে জিভা৷ নেটিজেনের পাশাপাশি জিভার এই নাচ ধোনিরও মন কেড়েছে৷ নিজের মেয়ের এমন নাচ দেখে চমকে গিয়েছেন ধোনিও৷ টুইট করে তিনি জানিয়েছেন অন্তত বাবার চেয়ে মেয়ে অনেক ভাল নাচে!

চেন্নাই সুপার কিংসের সমর্থনে শুধু নাচ করেই থেমে থাকেননি জিভা৷ দলকে সমর্থনকে ফ্লাইং কিসও ছুঁড়ে দিতে দেখা গেল তাঁকে৷ মজার ভিডিও ধোনি কন্যা চেন্নাই সুপার কিংস উচ্চারণ করে ক্যামেরার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছে৷

এত আগে ব্যাঙ্গালুরু বিরুদ্ধে ম্যাচ জিতে জিভার চুল ড্রাই করে দেওয়ার ভিডিও পোস্ট করেছিলেন ধোনি৷ সেই ভিডিও একই ভাবে মুহূর্তেই ভাইরাল হয়েছিল৷ ঠিক যেমনটা হল ‘চিয়ারলিডার’ জিভার ডান্স ভিডিও৷

অন্যদিকে রায়নাও মজার একটি ভিডিও পোস্ট করেছেন৷ সেই ভিডিওতে আবার দেখা যাচ্ছে ধোনি কন্যা জিভার সঙ্গে রায়ানার মেয়ে গ্রাসিয়া ও হরভজন কন্যা হিনায়া খেলায় মেতেছে৷

©Kolkata24x7 এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘নকল’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
—-

—-

Loading...
You might also like